নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রোববার রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।
এ সময় তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায়
ঘাটের দুই পাড়ে অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলোকে পারাপার শুরু করা হয় বলে জানান জিল্লুর রহমান।
সান নিউজ/বিএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.