আন্তর্জাতিক

ট্রাম্পের হাতে বরখাস্ত অভিশংসনে সাক্ষ্য দেয়া ২ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে অভিশংসন থেকে রক্ষা পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অভিশংসন থেকে রক্ষা পাওয়ার দু’দিন পরেই ট্রাম্প তার দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। যারা কিনা অভিশংসনে তার বিরুদ্ধে জোরালো সাক্ষ্য দিয়েছিলেন।

তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্দার ভিন্দম্যান এবং ইউরোপিয়ান ইউনিয়নে নিযুক্ত রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড।

তারা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্তে সবচেয়ে ক্ষতিকর সাক্ষ্য দিয়েছিলেন। এর মধ্যে ভিন্দম্যান হলেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ। তার আইনজীবী ডেভিড প্রেসম্যান বলেছেন, সত্য বলার জন্য তাকে পদ থেকে সরিয়ে হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হয়েছে।

এর কয়েক ঘন্টা পরে সন্ডল্যান্ড বলেছেন, তাকেও ইউরোপিয়ান ইউনিয়নের মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অনলাইন বিবিসি।

গত বছর শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসনের জন্য যে তদন্ত হয়, তার মধ্যে এই দুই কর্মকর্তা ছিলেন প্রত্যক্ষদর্শী বা সাক্ষী। ভিন্দম্যান যখন তদন্তে সাক্ষ্য দিয়েছিলেন তখন তার প্রতিনিধিত্ব করেছিলেন মাইকেল ভোলকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতেন ভিন্দম্যানের যমজ ভাই ইয়েভগেনি। তাকেও হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হয়েছে।

অভিশংসনের মুখোমুখি করায় ডেমোক্রেটদের উদ্যোগ নিয়ে ট্রাম্প এখনও হতাশ। হতাশ অভিশংসন তদন্তে জড়িত সরকারি কর্মকর্তাদের নিয়েও। শুক্রবার তিনি ভিন্দম্যান সম্পর্কে বলেছেন, তার ওপর আমি সন্তুষ্ট নই।

উল্লেখ্য, গত নভেম্বরে প্রতিনিধি পরিষদের শুনানিতে অংশ নেন লড়াকু সেনা ভিন্দম্যান। ওই বছর ২৫ শে জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে যে ফোনালাপ হয় সে সম্পর্কে তিনি ওই শুনানিতে সাক্ষ্য দেন। বলেন, আমি যা শুনেছি, তা বিশ্বাস করতে পারছিলাম না। অভিযোগ ছিল, জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে চাপ দিয়েছিলেন ট্রাম্প। এ নিয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়। সেই প্রসঙ্গটিই উল্লেখ করেছিলেন ভিন্দম্যান।

অন্যদিকে রিপাবলিকান দলের ধনশালী দাতা ও অরিগন রাজ্যে হোটেল ব্যবসায়ী সন্ডল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও ওই তদন্তে সাক্ষ্য দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইজিবাইক চালক শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার–২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইজিবাইক চালক মো. শাহজালাল (২৭) হত্যা মামলার রহস্য উদঘাট...

মুন্সীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘ...

ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা

চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইসলামী ব্যাংকের আ...

চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের গজারিয়াতে আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনক...

ফেনীর দাগনভূঞায় ইটভাটার মাটি লুট, মালিকদের প্রাণনাশের হুমকি

রাতের আঁধারে নিরাপত্তা বেষ্টনী ও গেটের তালা ভেঙে ফেনীর দাগনভূঞায় একটি ইটভাটার...

সীমান্তবর্তী দরিদ্র মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তবর্তী শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র...

রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে দীর্ঘদিনের রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নারায়ণ চন্দ্র দাস (...

ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা

চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইসলামী ব্যাংকের আ...

বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়া জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াত...

মাদারীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ সংগঠন’-এর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা