গুড নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কস চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনাভাইরাসের সংক্রমন হওয়ার পর আতঙ্কিত পুরো বিশ্বের পশু-পাখি খামারি ও মালিকরা।
তাই সম্প্রতি ভারতে গৃহপালিত পশু ছাগলকে করোনার তাণ্ডব থেকে বাঁচাতে মাস্ক লাগিয়ে দিয়েছেন এক মালিক।
আর ছাগলদের সেই মাস্ক পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়।
দেশটির তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর মণ্ডল এলাকার ছাগল পালনকারী ব্যক্তি ভেঙ্কটেশ্বরা রাও তার ছাগলদের সুরক্ষায় মাস্ক লাগিয়েছেন।
তিনি বলেন, ২০টি ছাগলের ওপর পরিবারের আয় নির্ভরশীল। আমার কোনো চাষের জমি নেই। কোনো চাষও করি না। সম্প্রতি করোনাভাইরাস ছড়ানোর খবর পেয়ে বাড়ির বাইরে গেলেই নিজে মাস্ক ব্যবহার করছি।
তিনি আরো বলেন, আমেরিকায় বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্তের খবর পেয়ে আমার ছাগলগুলোর মুখে মাস্ক পরিয়ে দিয়েছি। নিজে মাস্ক পরার পাশাপাশি ছাগলদের মাস্ক লাগিয়ে চরাতে নিয়ে যাই। সময় মতো মাস্ক খুলে দেই।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.