সারাদেশ
করোনা পরিস্থিতি

ঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিনে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে রাজধানী মুখী মানুষের চাপ বেশি থাকলেও আজ দুই ঘাটেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে মানুষ যেমন ঢাকায় প্রবেশ করছে, তেমনি ঢাকা থেকেও বাড়িতে ফিরছে শত শত মানুষ।

প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ছাড়াও অসংখ্য মানুষ পায়ে হেঁটে ফেরি পারাপার হচ্ছেন। এসময় তাদের মাঝে ছিল না কোন সামাজিক দূরত্ব। ফেরিতে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে ছিল যাত্রীরা।

দোকানপাট খোলায় অনেকে ফিরছেন কর্মস্থলে। অনেকে আবার ঢাকা থেকে ছুটছেন বাড়ির উদ্দেশে। গণ পরিবহণের অভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, করোনা পরিস্থিতির কারণে ১৭টি ফেরির মধ্যে জরুরি সেবায় নিয়োজিত এ নিত্য পণ্য পরিবহনের যান চলাচলের জন্য বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। কিন্তু গত কয়েকদিন ধরে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়ছে। প্রতিদিন বিকেলের দিকে যাত্রীদের চাপ অতিরিক্ত বেড়ে গেলে ফেরিও দুই/একটি বাড়াতে হচ্ছে।

তিনি আরও জানান, "মানুষের ভিড় সামলানো সম্ভব হচ্ছে না। কেউ সামাজিক দূরত্বের নির্দেশনা মানছে না। মানুষ চলে আসলে তো আর উপায় নেই, পারাপার তো করতেই হয়। আর যাত্রী পারাপার নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদাররা এটা নিয়ন্ত্রণ করে থাকে।

গত ১০ মে থেকে দোকানপাট খুলে যাবে, এমন ঘোষণার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি ফেরি ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। প্রথম দিকে রাজধানীতে আসার প্রবণতা বেশি থাকলেও দিন দিন ঘরমুখো মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা