সারাদেশ
করোনা পরিস্থিতি

ঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিনে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে রাজধানী মুখী মানুষের চাপ বেশি থাকলেও আজ দুই ঘাটেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে মানুষ যেমন ঢাকায় প্রবেশ করছে, তেমনি ঢাকা থেকেও বাড়িতে ফিরছে শত শত মানুষ।

প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ছাড়াও অসংখ্য মানুষ পায়ে হেঁটে ফেরি পারাপার হচ্ছেন। এসময় তাদের মাঝে ছিল না কোন সামাজিক দূরত্ব। ফেরিতে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে ছিল যাত্রীরা।

দোকানপাট খোলায় অনেকে ফিরছেন কর্মস্থলে। অনেকে আবার ঢাকা থেকে ছুটছেন বাড়ির উদ্দেশে। গণ পরিবহণের অভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, করোনা পরিস্থিতির কারণে ১৭টি ফেরির মধ্যে জরুরি সেবায় নিয়োজিত এ নিত্য পণ্য পরিবহনের যান চলাচলের জন্য বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে। কিন্তু গত কয়েকদিন ধরে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়ছে। প্রতিদিন বিকেলের দিকে যাত্রীদের চাপ অতিরিক্ত বেড়ে গেলে ফেরিও দুই/একটি বাড়াতে হচ্ছে।

তিনি আরও জানান, "মানুষের ভিড় সামলানো সম্ভব হচ্ছে না। কেউ সামাজিক দূরত্বের নির্দেশনা মানছে না। মানুষ চলে আসলে তো আর উপায় নেই, পারাপার তো করতেই হয়। আর যাত্রী পারাপার নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদাররা এটা নিয়ন্ত্রণ করে থাকে।

গত ১০ মে থেকে দোকানপাট খুলে যাবে, এমন ঘোষণার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালাবাড়ি ফেরি ঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। প্রথম দিকে রাজধানীতে আসার প্রবণতা বেশি থাকলেও দিন দিন ঘরমুখো মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত অ...

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা