টম হ্যাঙ্কস হলিউডের একজন অনত্যম সেরা এবং জনপ্রিয় অভিনেতা।১৯৮০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে টম হ্যাঙ্কসের। প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বিগ’, ‘ফিলাডেলফিয়া’, ‘স্লিপলেস ইন সিয়াটল’, ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমনস’, ‘ফরেস্ট গাম্প’, ‘অ্যাপোলো ১৩’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘দ্য গ্রিন মাইল’ ইত্যাদি। তার বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘টয় স্টোরি’।
ওয়ার্ল্ড শোবিজের অন্যতম সেরা সম্মাননা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে ৬ জানুয়ারি সকালে (স্থানীয় সময় ৫ জানুয়ারি রাত) বসে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৭৭তম আসর। কিংবদন্তি এই অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে আজীবন সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরুস্কার দেয়া হয়।
টম হ্যাঙ্কস এখন পর্যন্ত আটটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও ১৫টি মনোনয়ন পেয়েছেন। এছাড়া দুইবার অ্যাকাডেমি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ১৯৫৬ সালের ৯ জুলাই ক্যালিফোর্নিয়ায় টম হ্যাঙ্কসের জন্ম। তিনি ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
‘সেভিং প্রাইভেট রায়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস ১৯৯৯ সালে ইউএস নেভির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন। এছাড়া সিনেমাটি পাঁচটি অস্কার জয় করে।স্পেনসার ট্রেসির পরই টম দ্বিতীয় ব্যক্তি, যিনি ‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম্প’ সিনেমা দু’টির জন্য পরপর দুই বছর অস্কার পেয়েছেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.