নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানের প্রগতি সরণী এলাকায় ব্যাগের ভেতর থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ মে রবিবার মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার এসআই মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ প্রগতি স্মরণী এলাকায় গিয়ে একটি বাজারের ব্যাগ থেকে দুইটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নবজাতক দুইটি জমজ।
তিনি আরো বলেন, মৃত অবস্থায় কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.