বিনোদন

‘কারও শয্যাসঙ্গিনী হতে পারবো না’

বিনোদন ডেস্ক : হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘পাপ‘ এর শুটিংয়ের জন্য পুত্র কৃশিবকে নিয়ে দীর্ঘদিন পর শহরে ফেরেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত ৪ জুন সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায়। বর্তমানে তিনি কলকাতা ছেড়ে আরব সাগর তীরে মায়ানগরীতে আছেন। মা হওয়ার পর এটা তার প্রথম কাজ।

সম্প্রতি এই অভিনেত্রী আনন্দবাজারে এক সাক্ষাৎকারে তার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কাজের জন্য একাধিকবার কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে তার। তবে তা টালিউডে নয়, বলিউড এবং দক্ষিণী সিনেমায় কাজের জন্যই এমন হয়েছে।

তিনি বলেন, ‘আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দেইনি। ভালো কাজের জন্য কখনো কারও শয্যাসঙ্গিনী হতে পারব না। অনেককেই চিনি, যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। আবার শেষ পর্যন্ত কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ তুলেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয়। এজন্যই শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ শুরু করলেই এ চিত্র বদলাবে।’

তিনি আরও বলেন, ‘আমি খোলামেলা দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করি না। কিন্তু আমি মনে করি, চিত্রনাট্যের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয়ে আপত্তি থাকা উচিত নয়। তবে জোর করে যদি সাহসী দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়, সেটা আমার চোখে ভুল।’

পূজা বলেন, ‘আমি এক সময় পার্বতীর চরিত্রে অভিনয় করেছি। মানুষজন রাস্তাঘাটে আমাকে দেখে প্রণাম করেছে। আবার বাংলা ছবিতে আইটেম গানেও আমি নেচেছি। অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে প্রমাণ করতে আমার খোলামেলা দৃশ্যের খুব একটা প্রয়োজন আছে বলে আর মনে হয় না।’

টালিউডের জনপ্রিয় এই তারকা স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগি’ ধারাবাহিকে নিবেদিতা বসু চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি লাভ করেন। এরপর বেশকিছু সিনেমা, টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা