ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনার কারণে বিশ্ব বিনোদনে আজ শোকের ছায়া। কিন্তু এর মধ্যে আসলো সুসংবাদ। আক্রান্ত হওয়া হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং এক টুইট বার্তায় জানান করোনা ভাইরাস থেকে তিনি মুক্ত হয়েছেন।
জেকে রাওলিং টুইটারে লিখেন, গত দু'সপ্তাহ আগে COVID-19 এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল।এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধও জানিয়েছেন তিনি।
৫৪ বছর বয়সী লেখিকা রাওলিং সবাইকে ভিডিওটি দেখার পাশাপাশি তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই চিকিৎসকে। বলেছেন, আপনার ভিডিও বার্তাগুলি দেখেই আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে তাই অজস্র ধন্যবাদ এই ধরনের পোস্ট করার জন্য। আপনারাও সবাই দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সমস্ত সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।'
হ্যারি পটারের জন্মদাত্রী সাতটি বই লিখেছেন তার প্রিয় চরিত্রকে নিয়ে। এখনও কিশোর এবং তরুণ প্রজন্ম সুযোগ পেলেই ডুব দেন লেখিকার হ্যারি পটার সিরিজের বইয়ে। এছাড়া হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২-এর সাথে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া আট-চলচ্চিত্রের পটার ফ্র্যাঞ্চাইজির ভিত্তিও তিনি।
কলম ধরার পাশাপাশি লেখিকা পরিচিত প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজসেবী হিসেবেও।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.