বিনোদ ডেস্ক:
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন অনেকেই। এবার সেই কাতারে যুক্ত হলেন কোহলি ও আনুশকা।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করোনা ফান্ডে অনুদান দেয়ার কথা জানিয়েছেন কোহলি।
তবে এবার তিনি একা নন, স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে দান করার কথা জানিয়েছেন কোহলি।
এরই মধ্যে শচিন টেন্ডুলকার ৫০ লাখ, সুরেশ রায়না ৫২ লাখ, অজিঙ্কা রাহানে ১০ লাখ, এমনকি ১৬ বছরের রিচা ঘোষও দিয়েছেন ১ লাখ রুপির অনুদান। অনুদান দিয়েছেন বলিউড বাদশাগ শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় খান্না সহ অনেকেই।
এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়মিতই সচেতনতামূলক বার্তা দিচ্ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তবে তার কোনো অনুদানের খবর পাওয়া যাচ্ছিল না। যার ফলে সমালোচকরা পেয়ে বসেছিল দারুণ এক সুযোগ।
টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমি এবং আনুশকা নিজেদের সমর্থন জানাচ্ছি। সাধারণ মানুষের কষ্ট দেখে মন ভেঙে যাচ্ছে আমাদের। আশা করি আমাদের এই অনুদান কোনোভাবে দেশের মানুষের কষ্ট দূর করতে কাজে আসবে। ভারত লড়ছে করোনার বিরুদ্ধে।
বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কোহলি-আনুশকা দম্পতির করোনা ফান্ডে দানকৃত অর্থের পরিমাণ ৩ কোটি রুপি। তবে সঙ্গতকারণেই সেটি প্রকাশ করেননি কোহলি ও আনুশকা।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.