বিনোদন ডেস্ক:
সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্স করোনায় সংক্রামিত হয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন। লস অ্যাঞ্জেলেস'এ মৃত্যুবরণ করেছেন এই হিপহপ গায়ক। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে রবিবার (৪ এপ্রিল) জানা গেছে, ‘অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন বিল উইথার্স। ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’-খ্যাত এই গায়ক ৩০ মার্চ লস অ্যাঞ্জেলেস'এ মৃত্যুবরণ করেছেন।’
১৯৮৫ সালের পর আর কোনও গান রেকর্ড করেননি এই শিল্পী। ৭০ দশকে গাওয়া তার গানগুলো এখনও আর অ্যান্ড বি ও হিপহপ প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।
তার ‘লিন অন মি’ গানটি এই করোনাকালেও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাচ্ছেন অনেকেই।
করোনাভাইরাসের থাবায় এর আগে মৃত্যুবরণ করা তারকারা হলেন ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জ, এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, টনি অ্যাওয়ার্ডস ও এমি জয়ী চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকন্যালি ও ক্যামেরুনের স্যাক্সোফোন কিংবদন্তি মানু দিবাঙ্গো। সূত্র: বিবিসি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.