ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৪৫ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৩১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫০ হাজার ৭৩২ জন।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছে ৩৩ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের।
সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৩৩ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫১৬ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৩ জনে।
এই মুহূর্তে সবচে বেশি বিপর্যস্ত ইতালি ও স্প্যান। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৫৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৭ হাজারেরও বেশি।
স্পেনে মারা গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২৪ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার।
ফ্রান্সে নতুন করে মারা গেছে ২৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬০৬ জনে। আক্রান্ত হয়েছে ৪০ হাজারেরও বেশি।
করোনায় টালমাটাল ইউরোপের আরেক শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২০৯ জন। মোট মারা গেলো এক হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার।
মধ্যপ্রাচ্যের মধ্যে করোনা পরিস্থিতি সবচে খারাপ ইরানে। দেশটিতে নতুন করে মারা গেছে ১২৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪০ জনের।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০০ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.