ইন্টারন্যাশনাল ডেস্ক:
সারা বিশ্বে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন হাজারো মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসা দিতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যসেবীরাও।
আর এজন্য চিকিৎসকদের কথা মাথায় রেখে স্পেন এবার এক অভিনব রোবট তৈরির কথা চিন্তা করছে।
সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এই রোবটের মাধ্যমে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে আসবে।
স্পেনের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ চিকিৎসক। এ বিষয়ে স্প্যানিশ প্রশাসন জানিয়েছে, এই রোবট প্রতিদিন ৮০,০০০ মানুষের টেস্ট করতে পারবে। টেস্ট করার সময় কোনও চিকিৎসককে পাশে থাকতে হবে না। অর্থাৎ কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তা হলে আর চিকিৎসক নয় রোবটের মাধ্যমে হবে করোনা ভাইরাসের টেস্ট।
এর ফলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে কিছুটা হলেও দূরে থাকবেন চিকিৎসকরা।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ ।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.