নিজস্ব প্রতিবেদক:
আজ ৬ মে বুধবার বুদ্ধপূর্ণিমা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব।
শতবর্ষের ইতিহাসে এবারই প্রথম ধর্মীয় পবিত্র এই দিনটি ভিন্নভাবে উদযাপন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সবাই ঘরে বসেই প্রার্থনা করবেন। আর প্রতিবছরের মতো এবার আকাশে দেখা যাবে না ফানুস, বসবে না মিলনমেলা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া বলেন, বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। প্রতিবছরই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়, প্রার্থনার আয়োজন থাকে। এই দিন ঘিরে প্রতিটি অঞ্চলে মানুষে মানুষে মিলনমেলার তৈরি হয়।
কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে এখন বিশেষ পরিস্থিতি চলছে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, সবাই ঘরে বসেই প্রার্থনা করব।
যেসব ভিক্ষু বৌদ্ধ বিহারে অবস্থান করছেন, কেবল তারাই সেখানে প্রার্থনা করবেন। সরকারি নির্দেশ অনুযায়ী বাকিরা যে যার বাসাতেই প্রার্থনা করবেন।
তিনি আরো বলেন, এই দিনটি ঘিরে অনেক আয়োজন হয়ে থাকে। ফানুস উড়ানো হয়, গ্রামীণ মেলাসহ অনেক আয়োজন থাকে। সবচেয়ে বড় মেলাটি বসে চট্টগ্রামের বৈদ্যপাড়া গ্রামে, যা বোধিদ্রুম মেলা নামে পরিচিত।
তবে করোনা পরিস্থিতির কারণে এবার এগুলোর কিছুই হচ্ছে না।
জানা গেছে, বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। ৬২৩ অব্দের এই দিনে এই পবিত্র তিথিতে খ্রিস্টপূর্ব বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন।
গৌতমবুদ্ধ বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে। আর ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনটিতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.