ইন্টারন্যাশনাল ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবর প্রকাশ করেছে।
আমিরাত নিউজ জানায়, একজন বাংলাদেশি ছাড়াও ফিলিপাইনের এক নাগরিক একই রোগে আক্রান্ত হয়েছেন। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।
সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার পর আরব আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
তবে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।
ওই রোগীকে ১৪ দিনের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে- আইসিইউ তে রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জানিয়েছে কমিশন।
সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, ওই রোগীর অবস্থা সম্পর্কে এরই তার পরিবারকে জানানো হয়েছে।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইতালির উত্তরাঞ্চলীয় শহর পাদুয়ায় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। এর পর ওই অঞ্চলের মানুষদের নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও কার্যক্রম।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.