স্পোর্টস ডেস্ক:
একসঙ্গেই ক্যারিয়ারকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার দুই আন্তর্জাতিক আম্পায়ার সাইমন ফ্রাই এবং জন ওয়ার্ড। এরমধ্যে ফ্রাই ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ও ওয়ার্ড ছিলেন ভিক্টোরিয়ার।
ক্যারিয়ারে ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৩ বছর বয়সী ফ্রাই। তিনি ৭টি আন্তর্জাতিক টেস্ট, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি সাদা বলের ম্যাচে আম্পায়ারিং করেন।
এছাড়া ১০০টি প্রথম শ্রেণির, ১৩০টি লিস্ট ‘এ’ ও পুরুষ ক্রিকেট ৯৩টি টি২০ ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আম্পায়ার পুরস্কার জিতে নেন এই অজি আম্পায়ার।
অপরদিকে ৫৭ বছর বয়সী ওয়ার্ড তার ক্যারিয়ারে ১৯ মৌসুম আম্পায়ারিং করেছেন । তিনি ৩২টি টেস্ট ম্যাচ, ৮৭টি প্রথম শ্রেনির ম্যাচ, ৮৪টি লিষ্ট ‘এ’ ও ১১৭টি টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।
গত মার্চে ব্লান্ডস্টোন অ্যারেনায় শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার ম্যাচে শেষবারের মতো আম্পয়ারিং করেছিলেন ফ্রাই ও ওয়ার্ড।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.