জাতীয়

আবারও ভারতীয় পেঁয়াজ আমদানির অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদকঃ
‘ভারত থেকে ভবিষ্যতে আর পেঁয়াজ আমদানি করা হবে না’। দেশের কৃষকদের বেশি সুযোগ সুবিধা দিয়ে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করার দিকে নজর দিতে এক মাস আগে বাণিজ্যমন্ত্রী নিজে এমন ঘোষণা দিলেও সেই ভারত থেকেই আবার সরকার পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বলে জানা গেছে। আমদানির খবরে দেশের পেঁয়াজের বাজারে প্রভাব পড়তে শুরু করেছে এখনই।

উৎপাদন সঙ্কটের মধ্যে অভ্যন্তরীণ বাজার বাজার সামাল দিতে পূর্ব কোন ঘোষণা ছাড়া হঠাৎ করেই গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সরবরাহ সংকট সৃষ্টি এবং সেই সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ির কালোবাজারির কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। অস্বাভাবিক মূল্যে নাভিঃশ্বাস ওঠে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে। স্মরণকালের সর্বেোচ্চ পর্যায়ে ওঠে তখনকার ৬০ টাকার পেঁয়াজ গিয়ে ঠেকে ২৪০ থেকে ২৬০ টাকা্য়। তখন বাণিজ্যমন্ত্রী দফায় দাম দাম কমার আশ্বাস দিলেও বরং তা বেড়েই চলছিল নিয়ন্ত্রণহীনভাবে। মিয়ানমার, চীন, মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির মাধ্যম বাজারে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। কিন্তু পাঁচ মাস পর এসে এখনও স্বাভাবিকের তুলনায় তিনগুন দামে পেঁয়াজ কিনতে হচ্ছে মানুষকে। দেশি নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম খানিকটা কমে।

একমাস আগে গত ২৭ জানুয়ারি বাইণজ্যমন্ত্রী টিপু মুনশি রেংপুরে তাঁর নিজ বাসভবনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, ‘ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করব না আমরা। তারা গত বছর আকস্মিকভাবে আগে না জানিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সে কারণে এবার পেঁয়াজ আমদানি না করে কৃষকদের বেশি প্রণোদনা দিয়ে উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের চাহিদা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

ভারতে পেঁয়াজের বাম্পার ফলন হওয়ায় সে দেশে দাম কমে যাওয়ায় কৃষকদের চাপে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তাই সেখান থেকে আবারও পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, ভারতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেও এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরে বাংলাদেশ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এখন সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারতে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিলেও এখনও নোটিশ করেনি। আমদানিকারকরা আমদানির অপেক্ষায় আছেন। কারণ শুক্র ও শনিবার ছুটির দিন। রোববার এলসি খুললে সোম ও মঙ্গলবার থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হবে। ভারতের বাজারে পাইকারিতে ১৫ থেকে ২৫ রুপিতে মানভেদে পেঁয়াজ বেচাকেনা হচ্ছে। এই দামে আমদানি হলে বন্দরে ৩০ থেকে ৩৫ টাকায় বেচাকেনা করা সম্ভব হবে।

গত বুধবার ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসোয়ান জানান, ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত বছরের তুলনায় মার্চে ৪০ লাখ টন বেশি পেঁয়াজ উৎপাদন হবে। এ অবস্থায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলে কৃষকরা ভালো দাম পাবেন।

এদিকে ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আনা শুরু হলে দাম গত বছরের মতো কমে আসবে। কিন্তু যদি তাই হয় তাহলে দেশে উৎপাদিত পেঁয়াজের যৌক্তিক মূল্য পাবেন না কৃষকরা।
রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে কেজিতে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা ও আমদানি পেঁয়াজ ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশ কমে গেছে। শ্যামবাজারে প্রতি কেজি চীন, মিসর ও তুরস্কের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা ও মিয়ানমার, পাকিস্তানের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফজর আলী জানান, হল্যান্ডের পেঁয়াজ ৬৫ টাকায় বিক্রি করছি। এক দিন আগেও এর মূল্য কেজিতে ৭৫ টাকা ছিল। গত সপ্তাহ এই পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করেছি। পাকিস্তানের পেঁয়াজ গতকাল ৬৮ টাকা ছিল যা দু'দিন আগেও ৮৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা। গত বছরের একই সময়ে এই পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হয়।
সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে ৩ দিন ধরে গ্যাস নেই, গ্রাহকদের মাঝে ক্ষোভ

নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার সঞ্চালন লাইনের পাইপ ফেটে রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ...

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ ক...

ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা চালুর ঘোষণা তারেক রহমানের

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর পরিকল্পনা র...

শেখ হাসিনার পক্ষে লড়বেন জেডআই খান পান্না

দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে বিরোধী মতাদর্শের...

দুর্বল প্রস্তুতিতে অরক্ষিত ঢাকা, বিশেষজ্ঞদের কড়া সতর্কবার্তা

ঢাকা ও আশপাশে সাম্প্রতিক চারটি ভূমিকম্প রাজধানীর ব...

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জা...

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান, জরিমানা আদায়

মাদারীপুরের কালকিনির সড়কে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়...

ঢাবির বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনে এ আগুন লাগার ঘটনা ঘ...

ব্যথা-যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবনের ইস্তফা দিলেন ঢাবি শিক্ষার্থী

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি আক্তারের (...

এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা