নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ এপ্রিল সোমবার রাতে হাসপাতালের এক্সিকিউটিভ মো. ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হার্টের সমস্যা নিয়ে উনাকে (জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। বড় কোনো সমস্যা নেই।
অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, বাবাকে কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে এপ্রিলের শুরুতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আজ আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, চিকিৎসক জানিয়েছেন বাবার হার্টে সমস্যা রয়েছে। এখন শঙ্কামুক্ত আছেন। তবে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে। যার কারণে অতটা স্বস্তিদায়কও নয়। দোয়া করবেন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.