নিজস্ব প্রতিবেদক:
কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম।
তিনি বলেন, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এ কারণে সেই শাখাটি লকডাউন করে দিয়েছি। আগামী ১৪ দিন ওই শাখা লকডাউন থাকবে। এই সময়ে প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত কর্মকর্তার সাথে যাদের সাক্ষাত হয়েছে এমন ৬২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.