সারাদেশ

হাতুড়ে ডাক্তারের হাতে রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

পাশ না করেই নামের আগে ডেন্টিস্ট লিখে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছেন মাসুদ রানা নামের এক ভুয়া দন্ত চিকিৎসক। মানিকগঞ্জে চেম্বার খুলে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। কিন্তু এবার তার অপচিকিৎসায় এক দাঁতের রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ওই ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় সাব্বির হায়দার সিজার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২১ মে) নিহতের স্ত্রী শাহিনুর বেগম নুরী সদর থানায় মাসুদ রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির হায়দার সিজার মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করতেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ মে সকাল ১০টার দিকে দাঁতের ব্যথা অনুভব করায় স্বামীকে নিয়ে নুরী শহরের খালপাড় এলাকায় জিন্নত রাবেয়া প্লাজায় ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জারি কেয়ার নামে মাসুদ রানার প্রতিষ্ঠানে নিয়ে যান। মাসুদ রানা দাঁত তুলে ফেলার পরামর্শ দেন। এতে তারা রাজি না হলে মাসুদ তাদের বলেন, দাঁত উঠানো না হলে ক্যানসারসহ জটিল রোগ হতে পারে। এরপর মাসুদ তাদের আতঙ্কিত করে রাজি করিয়ে পর পর দুটি ইনজেকশন পুশ করে দাঁত টেনে উঠিয়ে ফেলে। তার পর থেকেই সিজারের প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। ১৯ মে সিজারের হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সিজারকে মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুর পর মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লাশ ময়নাতদন্ত না করে দাফনের জন্য বলেন। মাসুদ রানা বিডিএস ডাক্তার না হয়েও নামের আগে ‘ডেন্টিস্ট’ লিখে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। নুরী তার দৃষ্টান্তমূলক বিচার চান।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছি।’ দেশের প্রচলিত আইনে বিডিএস পাস ব্যতীত নামের আগে ডেস্টিস্ট লেখা এবং চিকিৎসা প্রদান করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে মাসুদ রানা যৌক্তিক কোনও সদুত্তর দিতে পারেনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রীর লিখিত অভিযোগ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা