রাজনীতি

খালেদা জিয়া: মুক্তির সময়সীমা বৃদ্ধির উদ্যোগ

নিউজ ডেস্কঃ

দুই বছর এক মাস ১৬ দিন পর শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাহী আদেশের মেয়াদ শেষ হলেই আবার কারাগারে ফিরে যেতে হবে তাকে। তবে এর মধ্যে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করবেন কিনা এ নিয়ে কিছুটা সক্রিয় হয়েছেন বেগম জিয়া।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, বেগম জিয়া নিজেই সব কিছু করছেন। ইতোমধ্যেই দলের আইনজীবীদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। এবং মামলার আইনি দিকটি পর্যালোচনা করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন তিনি।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, যেহেতু তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন, সেহেতু তাকে আবারও সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সময়সীমা বাড়াতে হবে। পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট আবেদন করে সময়সীমা বৃদ্ধি নিশ্চিত করতে হবে। তবে করোনা পরিস্থিতি যদি আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনিশ্চিতই থাকে, তাহলে সেক্ষেত্রে এ বিষয়টি সরকারি উদ্যোগেই করা হতে পারে বলে মনে করছেন অনেক আইনজীবী।

এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশে হঠাৎ করোনা সংক্রমণের কারণে, নিরাপত্তার কথা মাথায় রেখেই ম্যাডামকে মুক্তি দেওয়া হয়েছে। করোনার কারণে ভালো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। তার চিকিৎসা সম্পূর্ণ হয়নি। স্বাভাবিক কারণে প্রয়োজনবোধে আবারও সরকার সময় বৃদ্ধি করতে পারে মানবিক কারণে। তবে এটার জন্য আবেদন করতে হবে। যেহেতু তার মুক্তির প্রক্রিয়াটি নির্বাহী আদেশে হয়েছে, সে কারণে আবারও আবেদন করার মধ্য দিয়ে সময় বাড়ানোর অনুরোধ করতে হবে।’

বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েকদিনে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি দলের খোঁজ খবর নিচ্ছেন। নেতা কর্মীরা আশা করছেন অচিরেই তাদের নেত্রী দলের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দেবেন। এমনটার ইঙ্গিতও পাওয়া গেছে ইতিমধ্যেই। বিশেষ করে ঈদের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তার মধ্যেই রাজনীতি নিয়ে বেগম জিয়ার পরবর্তী চিন্তা প্রকাশ পায়।

তবে মুক্তি নিয়ে কি হবে না হবে সে বিষয়ে খালেদা জিয়ার মেঝো বোন সেলিমা ইসলাম জানান, ‘পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আমরা এখনো তেমন ভাবিনি। কয়েকদিন ধরে আমি তার বাসায় যেতে পারছি না।’

তবে তিনি বলেন, এখনো কিছুটা সময় আছে, এরমধ্যে আলাপ হবে নিশ্চয়ই।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা