বেনাপোল বন্দর দিয়ে ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে ১৩ দিনে
বাণিজ্য

আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজে ঝাঁজ!

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও আবারো বাজারদর ঊর্ধ্বমুখী। ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও মূল্য বাড়ছেই। আমদানিকারকরা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় নিয়ে এলেও আড়তে ৪২ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাব দেশি পেঁয়াজের বাজারেও পড়ায় আড়তে কেজিপ্রতি ৫৫ টাকা ও খুচরা বাজারে ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

কাস্টমস সূত্র জানায়, গত ০১ সেপ্টেম্বর থেকে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ভারতের নাসিক শহর থেকে মোট ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতিদিনের গড় আমদানি ৫০ মেট্রিকটন। সোনালী ট্রেড লিমিটেড, হামিদ এন্টারপ্রাইজ ও মেসার্স আল্লাহর দান ফ্রুটস লিমিটেড এসব পেঁয়াজ টনপ্রতি ৩০০ মার্কিন ডলার শুল্কায়ন মূল্যে এসব পেঁয়াজ এনেছে। সেই হিসেবে আমদানিকারকদের প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়ে ২৫ টাকা।

পেঁয়াজ আমদানিকারক এম এস আলম বলেন, ‘আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানির পর সীমিত লাভে বিক্রি করি। প্রতিটি বাজারে আড়তদারদের সিন্ডিকেট কাজ করে। তারাই মূলত বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও এই সিন্ডিকেটের সদস্যরা সংকট দেখিয়ে মূল্য ঊর্ধ্বগতি করে রাখেন। আরও একটি চক্র সিন্ডিকেটের সঙ্গে মিলে বাজার অস্থিতিশীল করার কাজ করে।’

বেনাপোল ও শার্শা বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে আমদানিমূল্যের প্রায় দ্বিগুণ বেশি দামে। আড়তে যে পেঁয়াজের কেজি ৪২ টাকা, সেটিই খুচরা বাজারে গিয়ে হাঁকা হচ্ছে ৪৫ টাকা। এর প্রভাবে দেশি পেঁয়াজ আড়ত থেকে কেজিপ্রতি ৫৫ টাকায় বের হলেও খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে।

আড়তদারদের দাবি, ‘বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানি অনেক কম। বেনাপোল ও সাতক্ষীরা বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আমদানি হয়ে থাকে, এই পেঁয়াজগুলো সরাসরি ঢাকা ও চট্টগ্রামে চলে যায়। এসব পেঁয়াজ আমাদের ঢাকা থেকেই কিনে আনতে হয়। খরচ পড়ে অনেক বেশি। যেদিন যেভাবে পেঁয়াজ কেনা হয়, তার চেয়ে এক টাকা বা দুই টাকা লাভে আমরা বিক্রি করে থাকি। বর্তমানে আমরা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৪২ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি করছি। আমদানি করা পেঁয়াজগুলো আমদানিকারকরা যদি সরাসরি বেনাপোল বাজারে বিক্রি করতেন, তাহলে এসব বাজারে দাম আরো কম থাকতো।’

ক্রেতারা বলেন, ‘কয়েকদিন আগেও খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা। হঠাৎ করে দাম বেড়েছে। একলাফে ভারতীয় পেঁয়াজ ২০ টাকা থেকে ৪৫ টাকা এবং দেশি পেঁয়াজ ২৫ টাকা থেকে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য পেঁয়াজ কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়ছে।’

তারা আরো বলছেন, বাজারে প্রশাসনের কোনো মনিটরিং না থাকায় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। বাজার মনিটরিং থাকলে এটা করতে পারতো না সিন্ডিকেট।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি বলেন, কেউ যেন সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেজন্য শার্শা, নাভারন, বাঁগআচড়া ও বেনাপোল বাজার মনিটরিং করা হচ্ছে নিয়মিত। সিন্ডিকেটের কারো বিরুদ্ধে কারসাজির প্রমাণ পেলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, বেনাপোল বন্দরে পেঁয়াজের গাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হয়। খুব কম সময়ে পরীক্ষণ ও শুল্কায়নের কাজ সম্পন্ন করে বন্দর থেকে পণ্য ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে। ফলে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। গত ১৩ দিনে আমদানি হয়েছে প্রায় ৬৫০মেট্রিকটন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৭ মে রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, ৭...

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের মিসাইল হামলা প্রতিরোধে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছ...

কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

মৌলভীবাজারের কমলগঞ্জে চলতি মৌসুমে ভুট্টার চাষ করে কৃষকদের মন খুশিতে ভরে গেছে।...

পাক-অধিকৃত কাশ্মীরসহ একাধিক স্থানে ভারতের হামলা

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (৭ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রী অর্জন

স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতি...

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটি...

টিসিবি পন্যের অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয়...

ছেলের চুরির অভিযোগে মাকে ‘নাকে খত’; সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ...

ভারত-পাকিস্তান সংঘর্ষ ঘিরে যেসব ভুল তথ্য ছড়িয়েছে বাংলাদেশে

ভারতের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার (৭ মে) মধ্যরাতে তারা পাকিস্তানের ৬টি স্থানের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা