বেনাপোল বন্দর দিয়ে ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে ১৩ দিনে
বাণিজ্য

আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজে ঝাঁজ!

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও আবারো বাজারদর ঊর্ধ্বমুখী। ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও মূল্য বাড়ছেই। আমদানিকারকরা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় নিয়ে এলেও আড়তে ৪২ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাব দেশি পেঁয়াজের বাজারেও পড়ায় আড়তে কেজিপ্রতি ৫৫ টাকা ও খুচরা বাজারে ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

কাস্টমস সূত্র জানায়, গত ০১ সেপ্টেম্বর থেকে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত ভারতের নাসিক শহর থেকে মোট ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতিদিনের গড় আমদানি ৫০ মেট্রিকটন। সোনালী ট্রেড লিমিটেড, হামিদ এন্টারপ্রাইজ ও মেসার্স আল্লাহর দান ফ্রুটস লিমিটেড এসব পেঁয়াজ টনপ্রতি ৩০০ মার্কিন ডলার শুল্কায়ন মূল্যে এসব পেঁয়াজ এনেছে। সেই হিসেবে আমদানিকারকদের প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়ে ২৫ টাকা।

পেঁয়াজ আমদানিকারক এম এস আলম বলেন, ‘আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানির পর সীমিত লাভে বিক্রি করি। প্রতিটি বাজারে আড়তদারদের সিন্ডিকেট কাজ করে। তারাই মূলত বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন।বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও এই সিন্ডিকেটের সদস্যরা সংকট দেখিয়ে মূল্য ঊর্ধ্বগতি করে রাখেন। আরও একটি চক্র সিন্ডিকেটের সঙ্গে মিলে বাজার অস্থিতিশীল করার কাজ করে।’

বেনাপোল ও শার্শা বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে আমদানিমূল্যের প্রায় দ্বিগুণ বেশি দামে। আড়তে যে পেঁয়াজের কেজি ৪২ টাকা, সেটিই খুচরা বাজারে গিয়ে হাঁকা হচ্ছে ৪৫ টাকা। এর প্রভাবে দেশি পেঁয়াজ আড়ত থেকে কেজিপ্রতি ৫৫ টাকায় বের হলেও খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে।

আড়তদারদের দাবি, ‘বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানি অনেক কম। বেনাপোল ও সাতক্ষীরা বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আমদানি হয়ে থাকে, এই পেঁয়াজগুলো সরাসরি ঢাকা ও চট্টগ্রামে চলে যায়। এসব পেঁয়াজ আমাদের ঢাকা থেকেই কিনে আনতে হয়। খরচ পড়ে অনেক বেশি। যেদিন যেভাবে পেঁয়াজ কেনা হয়, তার চেয়ে এক টাকা বা দুই টাকা লাভে আমরা বিক্রি করে থাকি। বর্তমানে আমরা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৪২ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি করছি। আমদানি করা পেঁয়াজগুলো আমদানিকারকরা যদি সরাসরি বেনাপোল বাজারে বিক্রি করতেন, তাহলে এসব বাজারে দাম আরো কম থাকতো।’

ক্রেতারা বলেন, ‘কয়েকদিন আগেও খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা। হঠাৎ করে দাম বেড়েছে। একলাফে ভারতীয় পেঁয়াজ ২০ টাকা থেকে ৪৫ টাকা এবং দেশি পেঁয়াজ ২৫ টাকা থেকে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য পেঁয়াজ কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়ছে।’

তারা আরো বলছেন, বাজারে প্রশাসনের কোনো মনিটরিং না থাকায় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। বাজার মনিটরিং থাকলে এটা করতে পারতো না সিন্ডিকেট।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি বলেন, কেউ যেন সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেজন্য শার্শা, নাভারন, বাঁগআচড়া ও বেনাপোল বাজার মনিটরিং করা হচ্ছে নিয়মিত। সিন্ডিকেটের কারো বিরুদ্ধে কারসাজির প্রমাণ পেলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, বেনাপোল বন্দরে পেঁয়াজের গাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হয়। খুব কম সময়ে পরীক্ষণ ও শুল্কায়নের কাজ সম্পন্ন করে বন্দর থেকে পণ্য ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে। ফলে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। গত ১৩ দিনে আমদানি হয়েছে প্রায় ৬৫০মেট্রিকটন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ হত্যার অভিযোগে সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে...

‘সময় নষ্ট করতে চাই না’- পুতিনের সঙ্গে আলোচনায় না ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত...

যুদ্ধবিরতির আড়ালে ১৫৩ টন বোমা, গাজার নিস্তব্ধতা ভাঙলেন নেতানিয়াহু নিজেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

বাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেব...

খেজুরের যত গুণ ও উপকারিতা

খেজুর পৃথিবীর অন্যতম প্রাচীন ও পুষ্টিকর ফল। এটি শুধু একটি সাধারণ খাদ্য নয়, বর...

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের 

দাপুটে পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে...

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না

প্রয়োজনে আমাদের পথে নামতে হবে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা