বাণিজ্য

ক্রেডিট কার্ডের বকেয়া বিল বাবদ সুদ মাফ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে ক্রেডিট কার্ডের বিল বকেয়া পড়লে তার ওপর কোন ধরনের সুদ আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা সুদ আরোপ করে থাকে ব্যাংকগুলো। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সুদ ধার্য না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়ে দিয়েছে।

এতে বলা হয়েছে, "লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডেও বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। ফলে গ্রাহকের অতিরিক্ত সুদ দিতে হচ্ছে; হবে। যা বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। এ পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার নির্দেশনা দেওয়া হলো।"

এছাড়াও ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের বিলের ওপর দৈনিক-মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ-আদায় করা হয়েছে, সেসব গ্রাহকের হিসাবে অতিরিক্ত আরোপিত-আদায় করা সুদ সমন্বয়-ফেরত দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে যেসব ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে সেসব ক্ষেত্রে গ্রাহক বিল নির্ধারিত সময়ে পরিশোধে না করার ক্ষেত্রে কোনো বিলম্ব-চার্জ-দণ্ড সুদ-অতিরিক্ত মুনাফা বা অন্য কোনো চার্জ (যে নামেই হোক না কেন) আদায় না করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা