বাণিজ্য

লাগামহীন চাল-তেলের বাজার 

নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহের চেয়ে চাল-তেলের দাম আরও একধাপ বেড়েছে। চাল ও ভোজ্যতেলের বাজারে লাগাম নেই, চলছে ঊর্ধ্বমুখী ভাব।

এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বলে রাজধানীর খুচরা বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সব ধরনের চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাল বিক্রেতারা। বাজার নিয়ে সরকারের কঠোর নজরদারি না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ।

একমাসের ব্যবধানে দুইবার সয়াবিন তেলের দাম বেড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। বাড়তি দামের পণ্য খুচরা বাজারে এখনও না পৌঁছালেও ডিলাররা আগেই জানিয়ে দিচ্ছেন বলে খুচরা ব্যবসায়ীরা জানান।

অনেকে মনে করেন“মিডিয়াতে যেগুলো নিয়ে লেখালিখি হয় কেবল সেগুলো নিয়েই সরকারের লোকেরা কিছুটা দৌঁড়ঝাপ দেয়। কিন্তু সরকারের দায়িত্ব হলো- কঠোর অবস্থান নিয়ে মনিটরিং করা। সেটা আমরা দেখছি না।”

এদিকে বাজারে সব ধরণের চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।রাজধানীর খুচরা বাজারে সবচেয়ে কম দামের মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। আর সরু মিনিকেট বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়।

চালের আড়তদার বলেন, মিলাররা কারসাজি করে এই দাম বাড়িয়ে দিয়েছে। তারা আগে থেকেই কৃষকদের কাছ থেকে ধান কিনে এখন কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছে।তবে বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় একদিনে ধানের মণপ্রতি দাম ৫০ টাকা করে কমেছে বলে জানান তিনি।“সরকারের এই তৎপরতা অব্যাহত থাকলে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।”৬০ টাকার কমে সবজি নেই

রাজধানীর কাঁচাবাজারগুলোতে কোনো সবজিই কেজিতে ৬০ টাকার কমে বিক্রি হচ্ছে না। শুক্রবার নগরীর মালিবাগ কাঁচাবাজার, রামপুরা, শান্তিনগর, সেগুনবাগিচা, খিলগাঁও কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া যায়।সবজি ব্যবসায়ীরা জানান, বেশ কিছু দিন ধরেই সবজির বাজার চড়া। বেশিরভাগ সবজি কেজি ৭০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তারা জানান, সিমের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এটি বেশ কিছুদিন ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। টমেটো ১১০-১২০ টাকা, করলা ৯০-১০০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ১০০ টাকা, বেগুন ৯০-১১০ টাকা, ধুন্দল ৭০ টাকা, মূলা ৭০ টাকা, ঢেড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখি ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজির বাজার রীতিমত আগুন! কোনো সবজিই তো নিম্নে ৭০ টাকা, ঊর্ধ্বে ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।“এ সময়ে অন্য বছরের তুলনায় সবজির দাম অনেক বেশি মনে হল। প্রয়োজন থাকলেও দাম বেশি হওয়ার কারণে অল্প-স্বল্প করে সবজি নিয়ে চালাতে হচ্ছে।”

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবু...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল প...

৫ মে: কার্ল মার্কস এর জন্মদিন

মার্ক্স ১৮১৮ সালের ৫ মে প্রুশিয়ার (বর্তমান জার্মা...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে পাল্টা জবাব পাবে

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ার...

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাছ বিক্রি করতে গিয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃ...

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল প...

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের পৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা