গ্রীষ্মের তীব্র দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসি ব্যবহার দিন দিন বারছেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তার উপর আবার এসির নানান সমস্যা দেখা দিতেই পারে। যা সার্ভিসিং করাতে বেশ খরচও হয়ে যায়।
অনেকেই সারাদিন অর্থাৎ একটানা ২৪ ঘণ্টাই এসি ছেড়ে রাখেন আবার কেউ ৮ কিংবা ১০ ঘণ্টা ব্যবহার করেন। কিন্তু জানেন কি একটানা বা অনেক সময় ধরে এসি চালানো আপনার জন্য বিপজ্জনক হতে পারে? কিছু সাধারণ ভুলের কারণে আপনার এসিতে আগুন পর্যন্ত ধরে যেতে পারে এবং বড় কোনো ক্ষতি হতে পারে?
অনেকেই মনে করেন যে, অল্প সময়ের জন্য বাইরে গেলে এসি বন্ধ করার দরকার নেই, যাতে তারা ফিরে এলেও ঘর ঠান্ডা থাকে। কিন্তু এই ধারণা একদম ভুল। একটানা চললে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা আপনার এসি মেশিনটির স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
এসি চালাতে কত সময় লাগে তা আপনার ঘরের আকার এবং এসির টনেজের উপর নির্ভর করে। ১ টনের এসি (ছোট ঘর) ৮ থেকে ১০ ঘণ্টা এবং ১.৫ বা ২ টনের এসি (বড় ঘর) ১০ থেকে ১২ ঘণ্টা একটানা চালানো উচিত। এরপর, এসিকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন।
যদি এসি ক্রমাগত চালু রাখা হয়, তাহলে এটি গরম হতে শুরু করে। কম্প্রেসার অতিরিক্ত লোড হয়ে যায়, ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে যায় আবার বিদ্যুৎ খরচ বেড়ে যায়। আর যদি আপনি মনে করেন যে এসি শুধু একটা মেশিন মাত্র, এটাকে কেন আর আরাম দেওয়ার দরকার, তাহলে কিন্তু খুব ভুল করছেন।
যদি আপনি বিরতি না দিয়ে এসি চালাতে থাকেন লাগাতার, তাহলে এসিটির কম্প্রেসারে আগুন ধরে যেতে পারে আচমকা। এমনকি এসির প্লাস্টিকের বডি গলে যেতে পারে।
একটানা দীর্ঘক্ষণ ও মাত্রাতিরিক্ত এসি চললে তা আগুন লেগে যাওয়ার মতো ঝুঁকি তৈরি করতে পারে এবং এখানেই শেষ নয়, এসির এই জাতীয় ভুল ব্যবহার গোটা বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার ক্ষতি করতে পারে। তাই মাঝে মাঝে এসি বন্ধ করুন এবং এসি মেশিনটিকে ঠান্ডা হতে একটু সময় দিন।
এই বিপদগুলি এড়াতে আপনার কয়েকটি বিষয় মনে রাখা উচিত। বাইরে বেরোনোর সময় মনে করে এসি বন্ধ করে দিন, সময়ে সময়ে টাইমার সেট করুন যাতে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
ঘরটি মোটা পর্দা ইত্যাদি দিয়ে এই গরমের সময় তাপ অন্তরক রাখুন যাতে ঠান্ডা বাইরে না যায়। নিয়মিত এসি সার্ভিস করুন। এসি ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন যে কেবল ঠান্ডা বাতাস পাওয়াই যথেষ্ট নয়, বুদ্ধির সঙ্গে সঠিক নিয়মে এসি চালানোও গুরুত্বপূর্ণ।
যদি আপনি এসি মেশিনটির ব্যবহারের ক্ষেত্রে অসাবধান থাকেন, তাহলে এমন একটা সময় আসতে পারে যখন হয়ত আচমকা আগুন ধরে যেতে পারে।
সাননিইজ/ইউকে