খেলা

রুবেল-কোহলির দ্বন্দ্ব যখন থেকে শুরু

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মাঠের দ্বন্দ্ব চোখ এড়ায়নি কারোরই। মাঠে যেন এদের দ্বন্দ্ব লেগেই থাকে।

তবে কবে থেকে কোহলির সাথে রুবেলের এই দ্বন্দ্ব তা জানালেন রুবেল নিজেই। শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে এই রহস্যের খোলাসা করেন রুবেল।

২০০৮ সালের যুব বিশ্বকাপে প্রথম দেখা রুবেল-কোহলির। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলাকালীন ত্রিদেশীয় সিরিজ চলাকালীন রুবেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি। এরপর থেকেই মাঠের লড়াইয়ে দু'জনের মধ্যে চলে অন্যরকম এক লড়াই। মাঠে অতিরিক্ত স্লেজিং করতেন কোহলি। রুবেল জানান, কোহলির ভেতর তখন থেকেই এমন আগ্রাসী মনোভাব দেখে আসছেন। ডানহাতি এই পেসারের দাবি, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি স্লেজিং করেন ভারতের এই অধিনায়ক।

রুবেল বলেন, "বিরাট কোহলির সাথে আমি 'অনূর্ধ্ব-১৯' খেলেছি। তখন থেকেই ওর সঙ্গে আমার একটু দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯-এ ও অনেক বেশি স্লেজিং করতো। হয়তো জাতীয় দলে একটু কমেছে, কিন্তু অনূর্ধ্ব-১৯ এ অনেক স্লেজিং করতো। দক্ষিণ আফ্রিকায় একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, ও প্রচণ্ড পরিমাণে স্লেজিং করছিলো। যেই ব্যাটিং করছে নামছিল আমাদের তাকেই উল্টা-পাল্টা বলে যাচ্ছিল। তখন ওর সাথে আমার বাজে একটা অঘটন ঘটে।"

রুবেল আরো বলেন, 'ওকে আউট করার পরে, বাজে কথা বলে বসি। সে সময় কোহলি আমার দিকে ব্যাট উল্টো করে ধরে। গালি দিচ্ছিলো, আমি ওর দিকে যাচ্ছিলাম। এটা অনূর্ধ্ব-১৯ এর কথা আরকি। আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসছিলো। এরপর আম্পায়ার এসে জিনিসটার সমাধান করে। ওই থেকেই ওর সঙ্গে আমার দ্বন্দ্ব শুরু হয় আরকি। এরপরে বিশ্বকাপে, জানেনই তো কিরকম স্লেজিং করে। বিশেষ করে আমাদের সাথে। জাতীয় দলের খেলাতেও ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। যা মূলত শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ থেকেই।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে...

সরকারি জমি বিক্রি করে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা