খেলা

বাঘের গর্জন দেখল বিশ্ব!

ক্রীড়া প্রতিবেদক:

টাইগার মুশফিকুর রহিমের গর্জনে কাপছে বাংলাদেশ। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে পেছনে ফেলেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। টেস্টে বাংলাদেশের পক্ষে মুশফিকের এখন সর্বোচ্চ ৪ হাজার ৪১৩ রান। একটু পিছিয়ে তামিম ৪ হাজার ৪০৫ রানে দাঁড়িয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ হাজার ২১০ রান নিয়ে নেমেছিলেন মুশফিক। তামিমকে ছুঁতে প্রয়োজন ছিল ১৯৫। সিকান্দার রাজার বলে ড্রাইভ করে দুই রান নিয়ে তামিমের পাশে দাঁড়ালেন। পরের ওভারে এইন্সলি এনডিলোভুর বলে সিঙ্গেল নিয়ে বাঁহাতি ওপেনারকে ছাড়িয়ে যান মুশফিক।

নির্ভরতার প্রতীক হিসেবে 'মি. ডিপেন্ডেবল' তকমাটা অনেক আগেই পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ৫-৬ বছর ধরে দেশের সেরা ব্যাটসম্যানও তিনি। তার নামের আগে কেনো সেরা ব্যাটসম্যান অথবা মি. ডিপেন্ডেবল তকমাগুলো ব্যবহার করা হয়- তা প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন মুশফিক।

মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন কাট শটে চার মেরে। ডাবল সেঞ্চুরিও তাই। দুই বারই বোলার ছিলেন এইন্সলি এন্দলোভু। চার মেরেই বাতাসে ঘুষি। হেলমেট, ব্যাট ছেড়ে দুই হাত আকাশে তুলে সৃষ্টি কর্তাকে ধন্যবাদ দেন। এরপর আকাশে চুমু ছুঁড়ে দিয়েই চওড়া হাসি মুখে টেনে আনেন মুশফিক। ড্রেসিং রুমে মুশফিকের সতীর্থরা তখন মুশফিকের সঙ্গে উদ্‌যাপনে ব্যস্ত। তাদের উদ্দেশ্য করেই মুশফিক দুই হাত দিয়ে এমন ইঙ্গিত করলেন, যেন বাঘ হয়ে গর্জন ছুড়ছেন তিনি!

তার ছবিটিই বলে দেয় তিনি যেই ইনিংসটি খেলেছেন, তার সঙ্গে বাঘের গর্জনের মিল খুব খুঁজে পাওয়া যায়। ৩১৫ বলে ২৮ চারে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ২৮টি চারের ৯টি খেলেছেন লেগ সাইডে, বাকি ১৫টি খেলেছেন অফ সাইডে। কাট, সুইপ, রিভার্স সুইপ, ড্রাইভ ও কিছু পুল শটে জিম্বাবুয়ের বোলারদের অতিষ্ঠ করে তোলেন মুশফিক। কোনো সুযোগই দেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টও মুশফিক করেছিলেন অপরাজিত ২১৯ রান। এবার আরেকবার একই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে করলেন আরেকটি ডাবল সেঞ্চুরি।

এর আগে মধ্যাহ্ন বিরতির পর ১৬০ বলে ১৮টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। বাঁ হাতি স্পিনার এন্দলোভুর বলে কাট শটে চার মেরে পৌঁছে যান সপ্তম টেস্ট সেঞ্চুরিতে। পুরো ইনিংসের ৪০ ভাগ রান এই শট থেকেই এসেছে। সেঞ্চুরির পরেও মুশফিকের উদযাপন ছিল দেখার মতো। হাতের ব্যাটটি সপাটে ঘুরিয়ে স্বভাববিরুদ্ধ উদযাপন করেন তিনি। এরপর ব্যাট উঁচিয়ে ধরেন মুশফিক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা