বাংলাদেশিদের চেয়ে ভারতীয়দের যাতায়াত বেশি
জাতীয়

বাংলাদেশিদের চেয়ে ভারতীয়দের যাতায়াত বেশি

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): আটকেপড়া ভারত-বাংলাদেশ পাসপোর্টধারীদের দেশে ফেরার হার কমে আসছে। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশের চেয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশে আসার সংখ্যা দ্বিগুণেরও বেশি

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছেন ১৮ জন। তবে ভারতে বেড়ানো ও কাজের কারণে গেছেন ছয়জন বাংলাদেশি। অন্যদিকে ভারত থেকে দেশে ফিরেছেন নয়জন আর ভারতীয় পাসপোর্টধারী এসেছেন ১২ জন।

করোনাভাইরাস সংক্রমণে গত ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। ফলে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরাও আটকা পড়েন বাংলাদেশে। ১৮ আগস্ট ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারতে প্রবেশ করার শর্ত দেয় সেদেশের সরকার।

এই শর্ত মেনে ১৮ আগস্ট সকাল থেকে ভারতে প্রবেশ করতে শুরু করেছেন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা। পাশাপাশি জরুরি কাজে দু'একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদেরও ভারতে যেতে দেখা গেছে। একইসঙ্গে দেশটিতে আটকাপড়া বাংলাদেশিরাও সড়কপথে ফিরতে শুরু করেছেন। এর আগে ভারতে আটকাপড়া বিপুল সংখ্যক যাত্রীকে বিমানপথে দেশে ফিরিয়ে এনেছিল সরকার।

ফের যাতায়াত শুরুর ২৬তম দিন ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরেছেন চার হাজার ১০৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রী। পাশাপাশি বিভিন্ন কাজে ভারতে গেছেন মাত্র ১৪৪ জন বাংলাদেশি। এই সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন এক হাজার ১৯০ জন এবং ভারতীয় যাত্রী এসেছেন ৩৩৪ জন।

ভারতীয় পাসপোর্টধারী পঞ্চানন বলেন, ‘আমার বাড়ি দিল্লিতে। এ বছরের মার্চ মাসে টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দীর্ঘদিন এই আত্মীয়ের বাড়িতে ভালোভাবেই ছিলাম। আজ দেশে ফিরে যাচ্ছি। ওই আত্মীয়দের জন্য একটু খারাপ লাগছে। বাংলাদেশিরা আসলেই খুব উদার মনের।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকাপড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছেন। গত ২৬ দিনে ১৪৪ বাংলাদেশিসহ চার হাজার ২৫০ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেছেন। আর ভারত থেকে ৩৩৪ জন ভারতীয়সহ এক হাজার ৫২৪ বাংলাদেশি যাত্রী দেশে ফিরে এসেছেন। তবে উভয় দেশে যাত্রীদের যাতায়াত দিন দিন কমে আসছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে...

গণতন্ত্র ফেরাতে সবাইকে আসতে হবে নির্বাচনে: মির্জা ফখরুল 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নে...

মোরেলগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে মাঠে সবুজের সমারোহ। মোরেলগঞ্জ উপ...

জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুথিরা ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘ...

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত একজন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং...

খরচ কমাতে জাইকা পর্যালোচনা

ঢাকার মেট্রোরেল নির্মাণ ব্যয় ভারতের পাটনা, পুনে ও ইন্দোরের তুলনায় প্রায় পাঁচগ...

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন: জাতি বিচার করবে আমাদের কাজের

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম...

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ...

রাজনৈতিক দল ও মন্ত্রণালয়ের কর্মসূচিতে দিনব্যাপী সরগরম

রাজধানী ঢাকায় আজ (রবিবার, ২৬ অক্টোবর) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা