নিজস্ব প্রতিবেদক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ।
আরও পড়ুন: ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
সোমবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে লেখা এক চিঠিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় চীনের দূতাবাস এ তথ্য জানায়।
চিঠিতে ওয়াং ই জানান, ঢাকার একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আমি মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওই ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সান নিউজ/এএন