গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে আগুন: সিআইডির তদন্ত দল
জাতীয়

‘গ্যাসলাইনের লিকেজ থেকেই আগুন’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা বায়তুস সালাত জামে মসজিদে আগুনের সূত্রপাত গ্যাসলাইনের লিকেজ থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সিআইডির তদন্ত দল।

তবে অন্যান্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। এ সময় সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বাবুল হোসেনসহ পুলিশ ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি মাইনুল বলেন, ‘আমরা প্রাথমিক ধারণা করছি যে, গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত আরও অগ্রসর হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো। বিদ্যুৎ,গ্যাস এবং এই মসজিদের নির্মাণ ত্রুটিসহ সামগ্রিক বিষয় নিয়েই আমরা কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা করা হবে।’

গত ০৪ সেপ্টেম্বর রাতের ওই বিস্ফোরণে দগ্ধ অন্তত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে ভর্তি করা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে ৩১ জন মারা গেছেন এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজন ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনার একদিন পর ফতুল্লা মডেল থানা পুলিশ মামলাটি করে। অধিক তদন্তের জন্য গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্তভার সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ফতুল্লা মডেল থানায় অবহেলাজনিত অভিযোগে মামলা করেছে। ঘটনার পর থেকেই সিআইডি পুলিশ ছায়া তদন্ত করেছে। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরকে অভিযুক্ত করে দ্রুত বিচারার্থে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

ডিআইজি বলেন, ‘ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন। সিআইডির নিজস্ব ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানেও আলামত সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় লোকজনের সাক্ষ্যগ্রহণ ও এসব আলামত ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হবে। সব কিছু মিলিয়ে যে ধরনের তথ্যপ্রমাণ পাওয়া যাবে সেগুলো নিয়ে আমরা তদন্ত কাজ সম্পন্ন করবো।’

তিনি বলেন, ‘মামলা কেবল হয়েছে। আমরা এসেছি ঘটনাস্থল দেখতে এবং তদন্তকাজও অগ্রসর হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করবো। প্রাথমিকভাবে মনে হয়েছে, গ্যাস থেকে সম্ভবত এই ঘটনা ঘটে থাকতে পারে। মসজিদে দুটি বিদ্যুতের লাইন ছিল। তার মধ্যে একটি বৈধ ও একটি অবৈধ। এই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এছাড়া মসজিদটি যেখানে নির্মাণ করা হয়, সেখানে কোনো ত্রুটি আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্ত অগ্রসর হলে পুরো ঘটনাটি বোঝা যাবে। দ্রুততার সঙ্গে সামগ্রিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হবে।’

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানিতে ৪৩ জন সাক্ষ্য দিয়েছেন। বৈদ্যুতিক শটসার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশও। আর পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়ার পর গত ০৭ সেপ্টেম্বর চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সিআইডি বলছে, অন্য পাঁচটি সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং তাদের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেবে তারা।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার

ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

মাঠ জুড়ে সরিষার হলুদে রঙিন স্বপ্ন কৃষকের

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদ...

কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবেঃ আবুল হোসেন আজাদ

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্...

কেশবপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আ...

আজ চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ

আজ সকাল ৯টার মধ্যেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। বিএন...

দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বাড়ছেই ভোগান্তি

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সাধারণ মানুষের ভাগ্য বদলের কোনো লক্ষণ এখন...

দিস ইজ দ্যা রিয়েলিটি অফ টাইম : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে পাল্লা হচ্ছে ১১...

সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ইবিতে ফের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্...

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ট...

ইবি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে শহিদুল-আহনাফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা