সংগৃহীত
জাতীয়

ঘুমের জন্য বই পড়ুন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে মধুর ভাষা বাংলাভাষা। কোথাও এত চমৎকার ভাষা আছে কি না জানি না। আমাদের মাতৃভাষা বলেই হয়তো এমনটা মনে হয়।

আরও পড়ুন: ইনস্টিটিউটের কাজ বন্ধ করেছিল খালেদা জিয়া

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বই পড়ার অভ্যাস সবার থাকা উচিত। বাবা-মা যদি ছোটবেলা থেকে শিখায় তবে ভালো হয়। অনেকেই ঘুমের জন্য ওষুধ খায়, দরকার নেই। বই পড়লেই ঘুম আসে। মজার বিষয় হলো বই পড়লে ঘুম আসবে না। এ জন্য বই বাছাই করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকাশকদের শুধু কাগজে প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। তবেই আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। বিদেশেও যেতে পারবো। থাকবে লেখার পাশাপাশি অডিও, এমনটাই হওয়া উচিত। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অনুবাদ করতে হবে। বিশ্বের নানা ভাষা ও সাহিত্য আছে, অনুবাদ না করলে কীভাবে জানবো? কাজেই আমাদের বইগুলো বাংলা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে।

আরও পড়ুন: আগে মানুষ পুলিশকে ভয় পেত

বইমেলায় প্রাণ ফিরে পাওয়ার স্মৃতি তুলে ধরে শেখ হাসিনা জানায়, এখানে এলে ভালো লাগে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এসে মজা নেই। ডানে ঘুরলে নিরাপত্তা, বামে ঘুরলে নিরাপত্তা। নিরাপত্তার এই বেড়াজালে স্বাধীনতা হারিয়ে গেছে। স্কুল জীবন থেকে এখানে আসতাম। এখন নিরাপত্তার কারণে সে মজা তা পাই না।

এই বছর ১১টি বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (যৌথভাবে কথাসাহিত্যে), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক), তপঙ্কর চক্রবর্তী (শিশু সাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের উপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর উপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোক কাহিনী)।

প্রধানমন্ত্রী বক্তব্যের আগেই তাদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যের পর মেলায় বিভিন্ন স্টল ঘুরেও দেখেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা