নিজস্ব প্রতিবেদক: ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন নির্বাচনে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই।
আরও পড়ুন: এ নির্বাচন দেশের জন্য একান্ত জরুরি
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানায়, দু’দিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেফতার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এ মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সে সক্ষমতাও নেই।
আরও পড়ুন: আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে সিটিটিসি প্রধান জানান, নাশকতা বা অরাজকতা প্রতিহত করার জন্য সক্ষমতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ও তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
নির্বাচনের আগে ট্রেনে নাশকতার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন, রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনাও পর্যবেক্ষণ করছি। এরিমধ্যে রেলে বড় দু’টি নাশকতার ঘটনার একটির মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল তাদেরকে আমরা গ্রেফতার করেছি।
আরও পড়ুন: অনিয়ম করলেই অ্যাকশন
নাশকতা করে কেউ ছাড় পাবে না, জানিয়ে আগামী দিনেও যেকোনো ধরনের নাশকতা নস্যাৎ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় তিনি।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            