নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্য ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল।
আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন
বুধবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে।
জানা যায়, আগামী রোববার থেকে বাংলাদেশে ২ মাসের মিশন শুরু করবে দলটি। রোববার প্রথমে তারা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।
ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস হোয়াইটলি বলেন, বিশেষজ্ঞ এ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে।
আরও পড়ুন: ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন
এর আগে, গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ইইউ জানায় বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।
চিঠিতে ইইউ বলছে, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই তারা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার এ বিষয়টিও উল্লেখ করা হয় চিঠিতে।
গত ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আরও কিছু পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে জানা যায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সম্পর্কিত কোনো তালিকা নেই।
আরও পড়ুন: নৌকায় ভোট দিতে মানুষ প্রস্তুত
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে বিভিন্ন সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন জানানো হয়েছে। এ ছাড়াও ৩৪ দেশ ও ৪টি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
সান নিউজ/এএ