চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ
জাতীয়

চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

সরকার-বেসরকারি চাকরিতে যোগদানের আগে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট চালুর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করে।

বৈঠকে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে বিএসটিআইর আদলে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি আলাদা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পাওয়ার পূর্বশর্ত হিসেবে ডোপ টেস্ট করার আগেও সুপারিশ করা হয়েছে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত চাকরির পূর্ব শর্ত হচ্ছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সব জায়গায় এটা করতে বলেছি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আগেও করতে বলছি। ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হবে। মানে সুস্থ শিক্ষার্থী নিলাম আর সুস্থ মানবসম্পদ জাতিকে দিলাম। এটা নিশ্চিত করতে হবে।’

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদক সংক্রান্ত মামলার আসামিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাঙ্গন মাদকমুক্ত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকরা চেষ্টা করলে এটি সম্ভব। আর তাহলেই সেনার বাংলা গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপ...

 শুধুমাত্র খালেদা জিয়া এসএসএফ পাবেন, পরিবারের অন্য কেউ নন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু এসএসএফের নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা