নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
রোববার (১৩ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বনানী কবরস্থানসংলগ্ন ২৭ নম্বর রোড ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে
ঢাকাবাসীকে এদিন ওই এলাকা বা সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ।
সান নিউজ/এমআর