নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন মহলের আন্দোলনের মুখে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন দুদিন পিছিয়ে আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষাও দুদিন পিছিয়ে হবে ৩ ফেব্রুয়ারি।
শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বিকেল ৪টার পর এ বৈঠক শুরু হয়।
এর আগে বৈঠকে যোগ দিতে নির্বাচন কমিশনারদের টেলিফোন করে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তাকেও আসতে বলা হয়।
সিইসি নুরুল হুদা বলেন, ‘১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।’
এর আগে গত সপ্তাহে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য দু'দফায় বৈঠক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। কিন্তু সে সময়ে তারিখ পরিবর্তন করা যাবে না বলে জানায় ইসি।