জাতীয়

গণমাধ্যম মালিকদের অনিয়ম নিয়ে ডিইউজে’র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:

করোনা পরিস্থিতিতে দেশের বেশ কিছু গণমাধ্যমে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি, বেতন হ্রাস, চুক্তিভিত্তিক নিয়োগের পাঁয়তারা বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। সংগঠনটি অভিযোগ করেছে, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান এই পাঁয়তারা চালাচ্ছে।

শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। তারা এই পরিস্থিতিতে অবিলম্বে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘কোনও ধরনের ঘোষণা ছাড়া দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে। কালের কণ্ঠ পত্রিকায় গণছাঁটাই চলছে, নিউ নেশন, এশিয়ান এইজ, মানবজমিন পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই, বাধ্যতামূলক ছুটির পাঁয়তারা চলছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘জীবিকা ধ্বংসে এই ষড়যন্ত্র মূলত সমাজে অস্থিরতা তৈরির অপকৌশল। শিল্পে ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিক পক্ষকেই নিতে হবে। জীবিকা রক্ষার প্রয়োজনে রক্ত দিয়ে হলেও দাবি আদায়ে আরও কঠিন শপথ নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা।’

ডিইউজে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গণমাধ্যম মালিকেরা তাদের পাঁয়তারা অবিলম্বে বন্ধ না করলে প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। অল্প সময়ের মধ্যে কঠিন কর্মসূচির ডাক দেওয়া হবে, যা কারও জন্যই মঙ্গলকর হবে না।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা