জাতীয়

চুরি গেলো শতবর্ষী ড্যাগ

নিজস্ব প্রতিবেদক: চুরি হয়ে গেছে শতবর্ষী ড্যাগ। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় এলাকা মাজারের পাশে একটি খোলা ঘরে দর্শনার্থীদের জন্য ড্যাগটি রাখা ছিলো। মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী ১০৯ বছর আগে বাগদাদ থেকে ড্যাগটি এনেছিলেন।

একসময় মাজারের মণকে মণ খিচুড়ি রান্না হতো এই বিশাল পাত্রে। এই ডেক দেখতে দূরদূরান্ত থেকে আসতেন দর্শনার্থীরা। ২১ অক্টোবর দিবাগত রাতে খবির উদ্দিন মৌলভির বাড়ি থেকে প্রাচীন এই নিদর্শনটি চুরি হয়ে গেছে।

স্থানীয় লোকজন জানান, ডেকটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের পরিধি ১৪৮ ইঞ্চি বা প্রায় ১২ ফুট। ডেকটির ওপরের দিকে কাঁধ বরাবর চার কোণে চারটি রিং রয়েছে, যার একেকটির ওজন প্রায় ৪ কেজি। ডেকটি স্থানান্তরের জন্য প্রাপ্তবয়স্ক ১৪১৫ জন লোক লাগত এবং কমপক্ষে ৯-১০ মণ খিচুড়ি এই ডেকে রাখা যেত। ডেকটির ওপর খোদাই করে লেখা ছিলো ‘ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী-গোলাম ফকির-শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং-উৎরাইল, সন-১৩১৯’। বাকি কিছু লেখা অস্পষ্ট।

স্থানীয় এক বাড়ির সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে এই প্রাচীন নিদর্শন চুরির দৃশ্য ধরা পড়েছে। ২১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা বড় কিছু একটা নিয়ে যাচ্ছে তিন-চারজন লোক। ধারণা করা হচ্ছে, ভ্যানে করেই বিশাল আকৃতির ডেকটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

মৌলভি বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভির নাতি হাবিব মুনশি বলেন, ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেকটি নাই। ডেক যেখানে রাখা ছিলো, ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেকটি বের করেছে চোরেরা। এই ডেক শত বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিলো। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেকটি দেখতে আসত।

স্থানীয় বাসিন্দা জিয়াউল মাতুব্বর বলেন, ডেকটি প্রাচীন ইতিহাসের স্মারক। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ডেকটি দেখতে আসতেন। প্রাচীন এই ঐতিহ্য চুরি হওয়ায় এলাকাবাসীর মন ভারাক্রান্ত। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ডেকটি যেন উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা হবে। তা ছাড়া সকাল থেকেই পুলিশ ডেক উদ্ধারে কাজ করছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। বিশাল আকৃতির ডেকটি যে–ই চুরি করুক না কেন, চোরসহ ডেকটি খুব দ্রুত উদ্ধার করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সহযোগী সংগঠনের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়াম...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমানের দায়িত্ব গ্রহণ

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার...

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক...

টঙ্গীবাড়িতে দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে...

রাণীনগর ও অচিন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা