কূটনৈতিক প্রতিবেদক: ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস দেশে আসছে। শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারত থেকে।
মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসছে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
এর ভারত থেকে আমদানিকৃত তরল মেডিকেল অক্সিজেনবাহী এক্সপ্রেস ট্রেনটি ২০০ টন অক্সিজেন নিয়ে রোববার (২৫ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
সান নিউজ/এফএআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            