নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্যাস থেকে বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মহসিন সর্দার।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে এই চার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি তিন মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রোববার (২৭ জুন) রাতে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- কলেজ শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকার চালক স্বপন (৩৯), বাস চালক আবুল কাশেম মোল্লা (৪৫) ও একটি প্রাইভেট ফার্মের চাকরিজীবী রুহুল আমিন (৩০)।
রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আশপাশে আগুন ছড়িয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ৭৯ নম্বর ভবনের পেছনের একাংশ উড়ে যায়। ছাদ ধসে পড়ে। ভবনের সামনের অংশ গিয়ে রাস্তায় পরে। গ্লাস ভেঙে ছড়িয়ে যায় সর্বত্র। এসিতে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার যানবাহনে। রক্তে ভেসে যায় ভবন থেকে শুরু করে ফুটপাত, রাস্তা। ততক্ষণে চারদিকে অন্ধকার। কান্নার শব্দ। কিছুক্ষণ পরেই আগুন নেভাতে চেষ্টা করেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের আশপাশের প্রায় সব ইউনিট।
এলাকার এক বাসিন্দা বলেন, বাসায় বসেছিলাম। হঠাৎ কানে বিকট শব্দ আসে, একইসঙ্গে প্রবল কম্পন শুরু হয় বিল্ডিংয়ে। প্রচুর ভয় পেয়েছিলাম। কী করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কিছুই বুঝে উঠতে পারিনি, কী হলো। ঘটনার পরেই পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি ওয়ারল্যাস গেটে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            