জাতীয়

প্রবাসীদের কোয়ারেন্টিনে ভর্তুকি দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে ফেরা কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভর্তুকি হিসাবে সরকার যে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তার উদ্বোধন হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) থেকে শুরুতে ৪২ জনকে দিয়ে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ কল্যাণ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েজ কল্যাণ বোর্ডের এক কর্মকর্তা সান নিউজকে বলেন, ‘আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির চেক বিতরণ উদ্বোধন করবেন। আমাদের টার্গেট ছিল অনেক, কিন্তু করোনার জন্য লকডাউনের কারণে ঢাকার আশপাশের এলাকা থেকে লোকজন আনতে পারছি না। শুরুতে আমরা ৪২ জনকে দিচ্ছি। এদেরকে চেকের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। আজ এর উদ্বোধন করা হলো। এরপর টাকাটা ব্যাংকে চলে যাবে।’

জানা যায়, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচ দেওয়ার ঘোষণার পর গত ৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির জন্য ৯ হাজার ৯০০ আবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ হাজারের মতো যাচাই-বাছাই করা হয়েছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবে কোনো প্রবাসী কর্মী গেলে তাদেরকে কমপক্ষে সাত দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সে কারণে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে কোয়ারেন্টাইনের খরচ বাবদ ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, গত ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ছুটি শেষে যারা নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করেছেন বা করবেন, তাদেরকে এই ভর্তুকি দেওয়া হবে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১০ জুনের নতুন নির্দেশনায় বলা হয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর (বিএমইটি) স্মার্টকার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধিত সৌদিগামী নতুন-পুরোনো সব প্রবাসী কর্মী সরকারি কোয়ারেন্টাইন ভর্তুকি পাবেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, এই ভর্তুকির টাকা সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা