জাতীয়

অরক্ষিত রানা প্লাজার স্মৃতিস্তম্ভ

লোটন আচার্য্য, সাভার : এক হাজার একশ ছত্রিশ জনের তাজা প্রাণ আর কয়েক শতাধিক শ্রমিকের পঙ্গুত্ব বরণের কূপ ছিল রানা প্লাজা । এক সময় ৯ তলা ভবন জুড়েই থাকতো কোলাহল ও কর্মচঞ্চল্যতা। তবে এখন অনেকটাই ডুবায় পরিণত হয়েছে। আর সামনের পাশে অবৈধ দোকানিদের দখলে প্রতিযোগিতা । সে সাথে অবৈধ ট্র্যাক্সি স্ট্যান্ড ও ড্রাইভাররা গল্প গোজবের স্থান বেঁছেছে রানা প্লাজার স্মৃতিস্তম্ভে। তবে শ্রমিকদের দাবি অবৈধভাবে দখলদার উচ্ছেদ ও স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের ।

সরেজমিনে দেখা যায়, রানা প্লাজা সামনের জমিগুলোতে অবৈধভাবে দোকান নির্মাণ ও ট্যাক্সি স্ট্যান্ডে কাজে ব্যবহার করছে । অন্যদিকে ক্ষেপের অভাবে অলস সময় পার করা ট্যাক্সি ড্রাইভাররা স্মৃতিস্তম্ভে বসে আবার কেউ পা তুলে দাঁড়িয়ে গল্প গুজবে মেতেছে ।

রানা প্লাজার শ্রমিক নাসির জানান , ২০১৩ সালে ২৪ শে এপ্রিল সকালে রানা প্লাজার নয় তলা ভবন ধসে পড়ে । এতে প্রাণ হারায় ১ হাজার ১শ ৩৬ জন এবং কয়েক হাজার শ্রমিক আহত হয়ে মানবেতন জীবন যাপন করছে । তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ হলেও দেখভালের দায়িত্বে নেই কেউ । আবার অবৈধভাবে দোকান বসিয়ে দখল করে নিচ্ছে রানা প্লাজার জমি ।

তবে এব্যাপারে অবৈধভাবে দখলকারী দোকানীদের সাথে কথা বলতে চাইলে কেউ প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হয়নি ।

অন্যদিকে মহাসড়কের জমি ও রানা প্লাজা স্মৃতিস্তম্ভের খালি জায়গায় গড়ে ওঠেছে অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড । সেখানে জামাল নামের এক ড্রাইভারের সভাপতিত্বে গড়ে ওঠেছে ট্যাক্সি স্ট্যান্ডটি । সেই সাথে ড্রাইভারদের অবসর সময় কাটে স্মৃতিস্তম্ভে বসে গল্প গোজব করে ।

এবিষয়ে ওই ট্যাক্সি ট্যান্ডের সভাপতি জামাল জানান, ‘ড্রাইভাররা আসলে বুঝে নাই । তাদের কে আমি ওয়ার্নিং দিয়ে দিবো । যাতে তারা এতুটুকু জায়গা ছেড়ে বসে।

এদিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ করিম খান জানান, এরআগে একাধিক বার ওই ট্যাক্সি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে । তাদেরকে রেকার বিলও করেছি । কিন্তু কিছু দিন বন্ধ করে ঘুরে ফিরে আসা শুরু করে । তবে তিনি ট্যাক্সি স্ট্যান্ডের বিরুদ্ধে আইনুনগত ব্যবস্থা নেওয়া কথা জানান ।

তবে এনিয়ে ক্ষোভের কথা জানান রানা প্লাজার গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমাদুল ইসলাম (এমদাদ) । তিনি বলেন , রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল । তবে কোনও মর্যাদা নেই , সেই স্মৃতিস্তম্ভের। সম্মান না করে অবহেলায় অরক্ষিত ভাবে রয়েছে স্তম্ভটি । স্তম্ভটি রক্ষায় মন্ত্রণালয়ে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে । সেই সাথে তিনি রানা প্লাজার সামনে দোকান গুলোতে প্রভাবশালীদের অবৈধ চাঁদাবাজি বন্ধ করে উচ্ছেদের আহ্বান জানান ।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাজহারুল ইসলাম জানান, এখনো আমার কাছে এধরনের কোনও অভিযোগ আসেনি । তবে আগামীকাল রানা প্লাজার সামনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন এই নির্বাহী কর্মকর্তা ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা