জাতীয়

প্রাণ সখিরে ওই শোন কদম্বতলায় বংশী বাজায় কে

নিজস্ব প্রতিবেদক : ধানের ছড়া আর ব্যাকড্রপে ফুল, লতাপাতাসহ ছিল গ্রামবাংলার সঙ্গে সম্পৃক্ত নানা লোকজ অনুষঙ্গ। খই-মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয় উৎসব উপভোগকারীদের। যন্ত্র সঙ্গীতের সুরের মূর্ছনায় অনুষ্ঠানের সূচনা হয়। মন্দিরা, বাঁশি, ঢোল আর এক তারার সম্মিলনে ভেসে বেড়ায় প্রাণ সখিরে ওই শোন কদম্বতলায় বংশী বজায় কে গানের সুর।

গান, কবিতা ও নৃত্যে সবাই বরণ করে নিল হেমন্ত ঋতুকে।

সোমবার ( ১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিন। শিল্পকলা একাডেমিতে কফি হাউজের উন্মুক্ত আঙিনায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪২৭। এসো মিলি সবে নবান্নের উৎসবে, স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নবান্নোউৎসব উদযাপন পর্ষদ।

এরপর মঞ্চে দনিয়া সবুজকুড়ি কচি-কাঁচার মেলা। শিশু শিল্পীরা কণ্ঠে তুলে নেয় ‘আবার জমবে মেলা বটতলা হাটখোলা শীর্ষক সঙ্গীত। গানের সুরটি থামতেই নৃত্যের ছন্দে আলোড়িত হয় উৎসব। সুরের আশ্রয়ে নেপথ্যে ভেসে বেড়ায় কল্যাণের বার্তাবহ বাণী—আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য-সুন্দর/ মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে...। এই নাচের তালে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উত্সবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের সহসভাপতি বুলবুল মহলানবীশ ও সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা।

সভাপতিত্ব করেন পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পর্ষদের সহসভাপতি মানজার চৌধুরী সুইট।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পুনরায় শুরু হয় পরিবেশনা পর্ব। তামান্না সারোয়ার নীপার গ্রন্থনায় মৈত্রী শিশু দলের বাচিক শিল্পীরা উপস্থাপন করে ‘এই নবান্নে’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। বহ্নিশিখার শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করে ‘কালো জলে কুচলা’ ও ‘অঘ্রানেরই সকালে ভাঙে সবার ঘুম’ শিরোনামের গান।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘কাটি ধান কাটি ধান।’ আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লিনা কণ্ঠে উচ্চারিত হয়—প্রথম ফসল গেছে ঘরে/হেমন্তের মাঠে মাঠে ঝ’রে/শুধু শিশুিরের জল;অঘ্রানের নদীটির শ্বাসের/হিম হয়ে আসে...। পঠিত হয় জীবনানন্দের কবিতা ‘পেঁচা’।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা