প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের মাসে এক বছর পূর্ণ করতে যাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা পুরোপুরি শেষ হওয়ায় এ বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে।
দেশের রাজনীতি, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা মহলে উদ্বেগ বাড়ছে। দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন, এই সরকারের প্রতি প্রাথমিক সমর্থন কমে গেছে, আর এখন এর বিদায়ের সময় এসে গেছে।
সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যতদিন এই সরকার থাকবে, সংকট তত বাড়বে। সেনাবাহিনীও মনে করে, দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।
সেমিনারে জানানো হয়, ২৬টি দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে এই সরকার সংস্কার সংলাপ চালালেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।