নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী কালীন সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে শুরু হয়েছে থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান। এছাড়াও বিগত সকল বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও যারা এখনো জমা দেয়নি তারাও এই অভিযানের অংশ হিসেবে বিবেচিত।
আরও পড়ুন : সরকারি অর্থ সর্বোত্তম ব্যবহারের নির্দেশ
তবে এই অভিযান চলমানের মাঝেই রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সনু (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে দিকে এ ঘটনা ঘটে। নিহত সনু পেশায় একজন অটোরিকশাচালক।
নিহতের চাচাতো ভাই সজীবের দেয়া তথ্য মতে, বুধবার সকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী- বাউনা সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সঙ্গে মাদক ব্যবসার উপদ্রবকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে বেপরোয়া সংঘর্ষ হয়। এ সময় কামাল বিরিয়ানি নামে একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বাউনা সোহেলের শট গানের গুলিতে সনু গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন : আ’লীগ শ্রমিকদের ইন্ধন দিচ্ছে
গুরুতর আহত অবস্থায় সনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আমাদের জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমএইচপি/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            