নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে মালবাহী ১টি ট্রাক।
বুধবার (২৬ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি ২টিকে রেকার লাগিয়ে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
এই ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পায়নি পুলিশ। এছাড়াও, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতারের তথ্যও জানা যায়নি। এ সময় ট্রাক ও মাইক্রোবাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রমনা ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস জানান, ঘটনার স্থানে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়,
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। এ সময় ট্রাকটি ওভারলোড ছিল। এই বিষয়টি জানার পর ট্রাফিক রমনার একটি রেকার গাড়ি পাঠানো হয়। এরপর গাড়ি ২টিকে সরিয়ে নিয়ে ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে। এর পরে ২ গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে।
সান নিউজ/এমএইচ