নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, এই বিষয়ে সরকারের কাছে কোনো ধরনের তথ্য নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন: প্রাকৃতিক সম্পদে উন্নয়ন করাই মূল লক্ষ্য
বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক আইজিপি বেনজীরের দেশ ত্যাগ করার সময় আদালতের কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। এই জন্য তিনি কোন দেশে গিয়েছেন, এই বিষয়ে সরকারের কাছে কোনো ধরনের তথ্য নেই। কিন্তু শোনা যাচ্ছে, তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন।
সান নিউজ/এমএইচ