ফাইল ছবি
জাতীয়

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নিরাপত্তা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় প্রতিটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, উপকূলে আতংক

রোববার (২৬ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘রেমাল’ মোকাবিলার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের অনুমান আজ রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। আমাদের প্রতিটি নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড গত ৩ দিন ধরে উপকূলের ৫৭টি স্থানে মাইকিং করেছে।

সেই সাথে সার্চ অ্যান্ড রেসকিউ বোটের সাথে কিছু রিলিফ তারা জোগাড় করে রেখেছে। ঘূর্ণিঝড়ের পর এ রিলিফ তাদের প্র‍য়োজন হতে পারে বলে তারা এ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আরও পড়ুন: স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিহত ১

আসাদুজ্জামান খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নৌ-পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য তারা কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত ৪ দিন ধরে ১০ হাজার সদস্যকে ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য সেখানে অবস্থান করছে।

এছাড়া বিজিবি ও র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে। সুন্দরবন এলাকায় বিজিবির ছোট ছোট বিওপি সুরক্ষার জন্যও ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড়ের পরে যদি সেখানে কিছু ধ্বংস হয়, তবে রিলিফ কার্যক্রমের জন্য র‍্যাব সেখানে প্রস্তুত রয়েছে।

যারা এখন আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন, তাদের নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাব সেসব জায়গায় অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: সব মন্ত্রণালয়ের ছুটি বাতিল

তিনি আরও বলেন, সুনামগঞ্জে হঠাৎ করে বন্যা হয়ে কারাগারের ভেতরে ২-৩ নফুট পানি ঢুকে গিয়েছিল। তাই উপকূলীয় কারাগারগুলোতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, সে কারণে আইজি (প্রিজন) সেসব প্রস্তুতি নিয়েছেন।

উপকূলীয় এলাকার কারাগারে বন্দিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া ও তাদের খাদ্যসামগ্রীর যাতে ঘাটতি না হয়, সেগুলোরও একটা প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে রেমাল পশ্চিমবঙ্গের ৬ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভি-সেট নেটের মাধ্যমে আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস পুরো উপকূলীয় এলাকায় ৩টি নিয়ন্ত্রণ কক্ষ করেছে। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য তাদের ৫ হাজার কর্মী প্রস্তুত রয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে রাস্তাঘাট ও স্থাপনা মেরামত এবং অপসারণের জন্য সংশ্লিষ্ট জনবল-সেচ্ছাসেবীরা প্রস্তুত আছে। যাতে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। সবাই সেজন্য প্রস্তুত আছে। ঝড়কালীন বা পরবর্তী সময়ে লুটপাটের ঘটনা এড়াতেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তুত আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্র...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিন রিমান্ডে

দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা