নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন একটি ভবনের ১০তলা থেকে নিচে পড়ে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগুনে পুড়ল ১০ দোকান
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ভবনে কাজ করার সময় তারা ১০তলা থেকে নিচে পড়ে ৩ জন আহত হন। তাদের মধ্যে ৩ শ্রমিক মারা যায়। এই বিষয়ে পরবর্তীতে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এমএইচ