ছবি: সংগৃহীত
জাতীয়

দীর্ঘ অপেক্ষা পর মিলছে গাড়ি, ভাড়া দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার শেষ সময়ে এসে সড়কে যানজটে নাকাল হতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা থেকে গাড়ি ছাড়তেই অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। গাড়ি পেলেও দ্বিগুণ ভাড়ায় যেতে হচ্ছে যাত্রীদের। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া সাধারণ মানুষ।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা গাড়ি পাচ্ছেন না। আবার গাড়ি মিললেও ভাড়া দ্বিগুণ। সব মিলিয়ে নিম্নআয়ের মানুষের জন্য ঈদযাত্রা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র যানজটে সড়কে থমকে আছে গাড়ি। সড়কের জট ছড়িয়ে পড়েছে ফ্লাইওভারেও।

আরও পড়ুন: সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

যাত্রাবাড়ী মৎস্য আড়তে কর্মরত আব্দুর রব জানান, অনেক যাত্রী অপেক্ষা করছে। সে তুলনায় গাড়ি কম। আবার গাড়ি পেলেও বাড়তি ভাড়া নিচ্ছে। বরিশালের ভাড়া চায় ১২০০ টাকা, যা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ।

নড়াইলের লোহাগড়ায় যাচ্ছেন রিকশাচালক শেখ মহিউদ্দিন। তিনি বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। পেলেও অনেক বেশি ভাড়া চাচ্ছে। এমনিতে ভাড়া ৪০০, এখন চাচ্ছে ৮০০ টাকা। তাই এখনো দাঁড়িয়ে আছি।

নড়াইল এক্সপ্রেসের হেলপার বলেন, জ্যামের কারণে আমাদের গাড়ি ঠিকমতো আসতেই পারছে না। ঈদে ভাড়া এমনিতেই একটু বেশি। জ্যামে গাড়ি আটকা থাকায় ট্রিপ কম হয়। বেশি ভাড়া না নিয়ে উপায় আছে?

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের ম্যানেজার সাগর বলেন, যাত্রীর চাপ বেশি। কিন্তু গাড়ি জ্যামের কারণে সায়েদাবাদই ছাড়তে পারছে না। সব গাড়ি ফুল। কিন্তু গাড়ি নড়ছে না। জ্যামের কারণে ট্রিপ কমে গেছে। আমরা কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না।

গোল্ডেন লাইনের বাসের জন্য অপেক্ষারত শিহাব চৌধুরী বলেন, আমি অনেক সময় ধরে অপেক্ষা করলেও বাস আসছে না। জ্যামের কারণে গাড়ি নড়তেই পারছে না। আর গাড়ি শহরে ঢুকতে না পারলে যাত্রীও নিতে পারছে না। তাই অপেক্ষা করতে হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা