মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। গত রোববার কুয়ালালামপুরের জালান পেটালিং-এর আশেপাশের বেশ কয়েকটি স্থানে পতিতাবৃত্তির অভিযোগে একটি অপারেশনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) পুত্রজায়া এবং JIM জোহর কর্তৃক ১ বাংলাদেশি নাগরিকসহ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার জালান পেটালিং-এর আশেপাশের বেশ কয়েকটি পতিতাবৃত্তি প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়।
সকাল ১১.৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে জালান ইম্বি এবং জালান পুডু সহ আরও বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের ফলে, অনুমতি ছাড়াই সন্দেহভাজন বিদেশী অভিবাসী (PATI) ১৩৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১১২ জন মহিলাও রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায় যে জড়িত পতিতালয় দোতলা প্রাঙ্গণের বেশ কয়েকটি কক্ষ সংস্কার করা হয়েছে এবং পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য ছোট ছোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
মালয়েশিয়া পুলিশ ও অভিবাসন দল মাঝে মধ্যে এ ধরণের অভিযান পরিচালনা করে থাকে।
সান নিউজ/আরএ